১৭ বছর পর প্যারেড ময়দানে ঐতিহাসিক তাফসির মাহফিল শুরু সোমবার


editor প্রকাশের সময় : জানুয়ারী ২৫, ২০২৫, ৯:৫৩ PM /
১৭ বছর পর প্যারেড ময়দানে ঐতিহাসিক তাফসির মাহফিল শুরু সোমবার

নুরুল আফছার, স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের প্যারেড ময়দানে দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। পাঁচ দিনব্যাপী এ মাহফিল শুরু হবে আগামী ২৭ জানুয়ারি (সোমবার) এবং শেষ হবে ৩১ জানুয়ারি। আয়োজক ইসলামী সমাজ কল্যাণ পরিষদ মনে করছে, বিপুল সংখ্যক শ্রোতার সমাগম হবে, তবে মাঠের জায়গা সেই তুলনায় যথেষ্ট নয়।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে নগরের একটি রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরিষদের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ তাহের।

মাহফিল আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, মূল প্যান্ডেলে এবার মহিলা প্যান্ডেল রাখা হয়নি। তবে মহিলাদের সুবিধার জন্য মাঠের দক্ষিণে মহসিন কলেজ মাঠ, কাজেম আলী হাই স্কুল এবং গুলজার বেগম হাই স্কুলে পৃথক প্যান্ডেল থাকবে। এছাড়া, উত্তরে কিশলয় কমিউনিটি সেন্টার এবং কাপাসগোলা কলেজে মহিলাদের জন্য বসার ও শুনার ব্যবস্থা করা হয়েছে। এসব প্যান্ডেলে মহিলাদের জন্য প্রয়োজনীয় স্যানিটেশন এবং শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবেন মহিলা স্বেচ্ছাসেবকরা।

শ্রোতাদের সুবিধার জন্য প্যারেড মাঠের চারপাশে জায়গা নির্ধারণ করা হয়েছে। আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মোড় থেকে জামালখান পর্যন্ত, উত্তরে মেডিক্যাল কলেজ মোড় থেকে পাঁচলাইশ থানা মোড়, পূর্বে চকবাজার ধুনির পোল এবং পশ্চিমে মেডিক্যাল কলেজ হোস্টেল সংলগ্ন সি.জি.এস স্কুল মোড় পর্যন্ত এলাকা জুড়ে শ্রোতাদের জন্য এলইডি স্ক্রিন ও স্যানিটেশন ব্যবস্থা থাকবে।

মাহফিলের শৃঙ্খলা রক্ষায় প্রায় ১৯টি সাব-কমিটি এবং স্বেচ্ছাসেবক দল দায়িত্ব পালন করবে। তাদের সহযোগিতায় থাকবেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিষদের সহ-সভাপতি মুহাম্মদ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আনোয়ার হোসেন, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, সাংবাদিক মুহাম্মদ উল্লাহ এবং সাংগঠনিক সদস্য সেলিম উল্লাহ জামান।

মাহফিলটি সফলভাবে সম্পন্ন করতে আয়োজক কমিটি সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানান আয়োজকরা।