জলঢাকার কৈমারী ইউনিয়নে শ্রমিক কল্যাণের ফেডারেশনের দ্বিভাষিক সম্মেলন অনুষ্ঠিত


editor প্রকাশের সময় : জানুয়ারী ২৭, ২০২৫, ৫:৫৩ PM /
জলঢাকার কৈমারী ইউনিয়নে শ্রমিক কল্যাণের ফেডারেশনের দ্বিভাষিক সম্মেলন অনুষ্ঠিত

মো: বাদশা প্রামাণিক নীলফামারী প্রতিনিধি : নীলফামারী জেলার জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ জানুয়ারি) রাত ৮’টায় কৈমারী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।দ্বি-বার্ষিক সম্মেলনে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কৈমারী ইউনিয়ন শাখার সভাপতি শাহজাহান সিরাজ এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য এবং অঞ্চল সহকারী পরিচালক রংপুর-দিনাজপুর,ও নীলফামারী জেলার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি প্রভাষক মনিরুজ্জামান জুয়েল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা রাবেয়া ডিগ্রী মহাবিদ্যালয়ের সভাপতি মাওলানা মোহাম্মাদ ওবায়দুল্লাহ সালাফী, মোয়াম্মার আল হসান, এ এ এম মুজাহিদ মাসুম, মোঃ রেজাউল ইসলাম, রহমান মাস্টার,কামারুজ্জামান,মাওলানা আব্দুল আজিজ, সাইয়েদার রহমান মাস্টারসহ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কৈমারী ইউনিয়ন শাখার নেতাকর্মীবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, ‘শ্রমিক কল্যাণ ফেডারেশন একটি আদর্শের নাম। শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকের অধিকার আদায়ে কাজ করে। এদেশ আমাদের, এদেশের এদেশের উন্নয়নের শ্রমিকরা দিনরাত কঠোর পরিশ্রম করে যাচ্ছে। জীবন দিয়ে হলেও আমাদের শ্রমিক ভাইসহ সবার অধিকার রক্ষা করব, ভোটাধিকার রক্ষা করব। সত্য, ন্যায় ও ইনসাফ প্রতিষ্টার জন্য দাওয়াত দিচ্ছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। আমরা শ্রমিকরা এক হয়ে বাংলাদেশকে শক্তিশালী করবো। একটি সুখী সমৃদ্ধিশালী ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাবো সবাই।

সম্মেলনের শেষে আগামী নির্বাচনকে সামনে রেখে এবং কৈমারী ইউনিয়নের শ্রমিকদের সুন্দর ও সুশৃংখলভাবে পরিচালনার জন্য ২০২৫-২০২৬ সেশনের কৈমারী ইউনিয়নের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এতে শাহজাহান সিরাজ কে সভাপতি ও নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।