মোঃবাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় স্টারল্যান্ড ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত মেধার ভিত্তিতে পুরস্কার বিতরণ, নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১১ টায় স্টারল্যান্ড ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুলের হেডমাস্টার খাইরুল আলমের সভাপতিত্বে স্কুলের সকল শিক্ষক /শিক্ষিকা, কর্মচারী এবং সকল ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে নবাগত ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দকে রজনীগন্ধা ফুলের স্টিক দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর দীর্ঘ সময় ধরে স্কুলের শিক্ষক ও অভিভাবক বৃন্দের মধ্যে স্কুলের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়। মতবিনিময় শেষে প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত ১ম,২য়,৩য় স্থান অধিকারী ছাত্র-ছাত্রীদের মেধার ভিত্তিতে পুরস্কার প্রদান করা হয়। ষষ্ঠ শ্রেণির ছাত্রীদের উদ্যোগে একটি নাটিকা উপস্থাপনের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
আপনার মতামত লিখুন :