বেনাপোলে সাংবাদিক উদ্যোগে নিরাপদ সড়ক ও মাদকমুক্ত সমাজ গড়তে পথসভা 


editor প্রকাশের সময় : জানুয়ারী ৩১, ২০২৫, ৫:১৩ PM /
বেনাপোলে সাংবাদিক উদ্যোগে নিরাপদ সড়ক ও মাদকমুক্ত সমাজ গড়তে পথসভা 

মনির হোসেন বেনাপোল প্রতিনিধি: বাঁচতে জীবন, বাঁচাতে দেশ, গড়তে হবে মাদক মুক্ত বাংলাদেশ এই স্লোগান নিয়ে যশোরের বেনাপোলে  পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ৩০ জানুয়ারি  বিকালে  ৫ টার সময়  বেনাপোল কাস্টম অফিসের সামনে (যশোর কলকাতা মেনরোডে,) এ পথসভা  অনুষ্ঠিত হয়।

পথসভা আয়োজন করে শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি মো: আজিজুল হক। সাধারণ সম্পাদক মো: আইয়ুব হোসেন পক্ষীর নেতৃত্বে বেনাপোল, শার্শা, নাভারন,  বাগআচড়া সমস্ত কর্মরত গণমাধ্যমকর্মীরা এ পথসভা  অংশ নেন। ঘণ্টাব্যাপী পথ সভা  সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, বাঁচতে জীবন, বাঁচাতে দেশ, গড়তে হবে মাদক মুক্ত বাংলাদেশ  এই স্লোগান নিয়ে  আমরা এই রাজপথে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় শত শত মানুষেের মৃত্যুও পঙ্গুত্ব বরণ করে চলছে। আমরা নিরাপদ সড়ক ও মানুষের গ্যারান্টি চাই।

আজ আমরা কি দেখতে পাচ্ছি মাদক দেশ ও যুব সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে। সবাই মিলে যুব সমাজকে বাঁচাতে চাই। মাদক একটি অভিশাপ, নিরাপদ সড়ক চাই, আমরা এ রাজপথ বেছে নেয়।

এই পথ সভায় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য দেন।